রাজনীতি

পৈচাশিকতায় মেতেছে সরকার : ছাত্রদল

ক্ষমতাসীন অবৈধ সরকার পৈচাশিকতায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান। শনিবার এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।বিবৃতিতে তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ক্যাবল, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং সর্বোপরি ছাত্রনেতাদেরকে নৃশংস হত্যার মাধ্যমে এই সরকার আসলে আদিম পৈচশিকতায় মেতে উঠেছ। তারা ক্ষমতা কুক্ষিগত করার নেশায় পাগল হয়ে উঠেছে। তারা ভাবছে বিএনপি চেয়ারপারসনের নাগরিক সব সুবিধা কেড়ে নিয়ে আন্দোলনকে স্তিমিত করবে। ইতিহাসে এমন অনেক নজির রয়েছে যেসব সরকার এমন কুকর্ম করার স্পর্ধা দেখিয়েছে, জনগন তাদের বাড়ির ইট, কাঠ আর পাথর পর্যন্ত খুলে নিয়েছে। এই অবৈধ সরকার যখন থেকে বুঝতে শুরু করেছে জনগন তাদেরকে ত্যাগ করেছে তখন থেকেই তারা বল প্রয়োগের কৌশল নিয়েছে।তারা বলেন, অবৈধ এই সরকার এতটাই হীন আর নীচ হয়ে গেছে যে তারা তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে কোমলমতি শিক্ষার্থীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা ভুলে গেছে ১৯৯৬ সালে এই আওয়ামী লীগই তখনকার পরীক্ষার সময় টানা হরতাল দিয়ে রেখেছিল। কিন্তু আমরা শিক্ষার্থীদের কোনো ক্ষতি চাই না।ইদানিং সরকারের মদদপুষ্ট কিছু সুবিধাভোগী পেশাজীবি ও বুদ্ধিজীবিরা ২০ দলের আন্দোলন সংগ্রাম নিয়ে নানাভাবে জনগনকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।অপর এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান অবরোধ পালন করায় সকল ছাত্রদল নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া চলমান অবরোধ কর্মসূচি সফল করার জন্য সব নেতা-কর্মীর সর্বাত্মক অংশগ্রহণ চলমান রাখার নির্দেশ দিয়েছেন।এএইচ/আরআই