সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতীতে অবরোধকারীদের পেট্রল বোমা হামলায় এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো চারজন দগ্ধ হয়েছেন।শনিবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতীতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম গনেশ দাস (৪৫)। তিনি সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টি এলাকার কুঞ্জু লালের ছেলে। দগ্ধরা অন্য চারজন হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার আখতার হোসেনের ছেলে আলহাজ (৩৫), পৌর এলাকার সিরাজী সড়কের শম্ভুনাথের ছেলে সুবির শম্ভু (৪৮), বারাকান্দি গ্রামের হেমায়েত হোসেনের ছেলে সায়েম (৪০), এবং খোকশাবাড়ী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আবু সাঈদ (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরে আসছিল। অটোরিকশাটি রামগাঁতী এলাকায় পৌঁছলে অবরোধকারীরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এসময় অটোরিকশাতে থাকা চালকসহ পাঁচ যাত্রী দগ্ধ হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর গনেশ দাস মারা যান।সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এমএএস