দেশজুড়ে

যশোরে ট্রাক ও প্রাইভেটকারে বোমা হামলা

যশোরে চালবাহী ট্রাক ও প্রাইভেটকারে বোমা হামলার পরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক নাজিম উদ্দিন (২৫) গুরুতর আহত হয়েছেন।শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা-বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজিম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মোনোরেশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নাজিম উদ্দিন জানান, তিনি ট্রাকে চাল নিয়ে সাতক্ষীরা থেকে ফরিদপুরের মধুখালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার সামনে থাকা প্রাইভেটকারে প্রথমে ইট নিক্ষেপ করে। পরে বোমা হামলা করলে প্রাইভেটকার যাত্রী, ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় বোমা হামলা করলে তিনি আহত হন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বোমার আঘাতে নাজিম আহত হয়েছেন।যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, একটি চাল বোঝাই ট্রাক ও একটি প্রাইভেটকারে ইটপাটকেল নিক্ষেপের পর আগুন ধরিয়ে দেয়া হয়েছে। তবে হামলাকারীরা পেট্রোল বোমা ছুড়েছে কিনা এটা এখনও নিশ্চিত নয়।এমএএস