দেশজুড়ে

মেহেরপুরে নছিমন উল্টে গৃহবধূ নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে স্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে ফয়েজান বেগম (৪৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সুরাত আলীর স্ত্রী সাগরা খাতুন (৪৪) আহত হয়েছেন।রোববার দুপুরের দিকে এ.আর.বি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজান বেগম সদর উপজেলার রাজনগর গ্রামের হায়াত আলীর স্ত্রী। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রাজনগর গ্রাম থেকে নছিমনযোগে বেশ কয়েকজন যাত্রী মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের এ.আর.বি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে সাগরা ও ফয়েজান বেগম গুরুতর আহত হন । ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে ফয়েজান বেগমের মৃত্যু হয়।আতিকুর রহমান টিটু/এএম/পিআর