দেশজুড়ে

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে ওয়েল্ডিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ওসমান আলী (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত ওসমান আলী যাদবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।স্থানীয়রা জানায়, বিদ্যুৎস্পৃষ্টের পর ওসমানকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি