সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়া ও শ্রীপুর দুটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় প্রায় দেড়শ ফুট বেঁড়িবাঁধ ভেঙে যায়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চাপে ভোরে হঠাৎ বাঁধটি ভেঙে যায়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। ভেসে গেছে ফসলি জমি। স্থানীয় দুই শতাধিক মানুষ নিয়ে বাঁধটি সংস্কারের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। আকরামুল ইসলাম/এসএস/এমএস