বিনোদন

ব্যস্ত মৌটুসী

অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। সম্প্রতি তিনি নতুন তিনটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। পাশাপাশি দুটি বিজ্ঞাপনের কাজও করেছেন। মনসুর রহমান চঞ্চলের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘একঝাঁক মৃত জোনাকি’তে শহীদুজ্জামান সেলিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলতি মাসেই প্রচারে আসছে তার নতুন ধারাবাহিক নাটক মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘চলিতেছে সার্কাস’ এবং রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় ‘ঝালমুড়ি’। এছাড়াও এমাসেই প্রচারে আসবে তার অভিনীত নতুন দুটি বিজ্ঞাপন। পাশাপাশি ইউটার্ন নামে একটি ছবির শুটিংও করছেন তিনি।এইচএন/এমএস