সাড়ে তিনশ বছরের ঐতিহ্যবাহী সাতক্ষীরার গুড়পুকুরের মেলাটি আর আগের অবস্থায় নেই। এখন আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে মেলাটি এমন অভিযোগ সাতক্ষীরার হাজারো মানুষের। সকলের দাবি, জাকজমকপূর্ণভাবেই আয়োজন করা হোক মেলাটির। সোমবার সকাল ১০টায় পৌরসভার আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এএফএম এহতেশামুল হক, পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সন্ধ্যায় স্টেডিয়ামের সার্কাসে ও শহরের রকসি সিনেমা হলে বোমা হামালা চালানো হয়। মৃত্যু হয় মেলায় আগত তিনজনের। আহত হয় শতাধিক নারী-পুরুষ ও শিশু। এ ঘটনার পর বন্ধ হয়ে যায় মেলাটি। পরবর্তীতে ২০০৯ সালে পুনরায় মেলার শুরু করা হলেও আগের সেই জাকজমকপূর্ণ পরিবেশ আর ফেরেনি। আকরামুল ইসলাম/এসএস/আরআইপি