দেশজুড়ে

স্কুলছাত্রী নিতু হত্যার ঘটনায় মামলা

মাদারীপুরে নবগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী নিতু হত্যার ঘটনায় রোববার রাতে ডাসার থানায় মামলা হয়েছে। মিলনকে প্রধান আসামি করে নিতুর বাবা নির্মল মন্ডল বাদী হয়ে ডাসার থানায় মামলাটি করেন। এদিকে, খুনের ঘটনায় অভিযুক্ত মিলনকে আজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।অন্যদিকে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম হাইস্কুল মাঠে মানববন্ধন করেছে। নিহত স্কুলছাত্রী নিতু মন্ডল নবগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। নিতু নবগ্রাম ইউনিয়নের আলিসার কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মন্ডল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নবগ্রাম আলিসার কান্দি গ্রামের বিরেন মন্ডলের ছেলে মিলন ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনার জের ধরেই স্কুলছাত্রী বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যায় ওই স্কুলছাত্রী। নাসিরুল হক/এসএস/আরআইপি