জাতীয়

সনদ শনাক্তকরণে তথ্য ভাণ্ডার

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত পরীক্ষার ফল ও সনদ ইস্যুর বিস্তারিত তথ্য-উপাত্ত কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করার জন্য একটি তথ্যভাণ্ডার গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় এ সব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।এ ব্যবস্থা চালু হলে অবৈধ পন্থায় সনদ কেনা বা জাল সনদ তৈরির প্রবণতা হ্রাস পাবে। চাকরিসহ যেকোনো প্রয়োজনে প্রকৃত সনদধারীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে সম্মেলনে জানানো হয়।কর্মশালায় বক্তারা জানান, বর্তমানে কোনো কেন্দ্রীয় তথ্যভাণ্ডার না থাকায় সবার সনদ প্রকৃত কি না-তা নিশ্চিত হওয়া যায় না।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।ড. গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্ট ইনোভেশন ইউনিট (জিআইইউ) থেকে নেওয়া এ আইডিয়ায় অতিরিক্ত কোনো অর্থ খরচ হবে না।বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) তথ্যানুযায়ী, দেশের ৩৭টি পাবলিক ও ৮০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রতিবছর ৫ লাখ গ্র্যাজুয়েট চাকরির জন্য আবেদন করেন। এসব সার্টিফিকেট যাচাই-বাছাইয়ে কর্তৃপক্ষের অনেক সময় এবং অর্থ ব্যয় হয়।ইউজিসির সদস্য প্রফেসর ড. আখতার হোসেন বলেন, কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরিতে তথ্য জড়ো করা, ডাটা এন্ট্রির চ্যালেঞ্জ রয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে।বিএ/আরআইপি