দেশজুড়ে

দিনাজপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন

হরতাল-অবরোধে ফসলের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে রোববার বেলা ১২টায় দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে এ মানববন্ধন পালিত হয়।এসময় বক্তারা বলেন, হরতাল-অবরোধ এখন মানুষের মনে আতঙ্ক হয়ে দাঁড়িছে। বাসে-ট্রাকে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মেরে নারী-পুরুষসহ ছোট ছোট শিশুদের যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে হরতাল-অবরোধের নামে এটা কোন আন্দোলন নয় রীতিমতো হত্যা ও ধ্বংসযজ্ঞ।কৃষকদের ক্ষতিপূরণসহ ১২ দফা দাবিতে বক্তারা আরো বলেন, কৃষক কষ্ট করে ফসল উৎপাদন করে। কিন্তু, কোনো ফসলেরই দাম পাচ্ছে না। লোকসান গুণে কৃষক নিঃস্ব হয়ে যাচ্ছে। ধান, আলু, গম, সবজিসহ ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমিতি ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করে আসছে। সরকার কৃষদের ফসলের লাভজনক দামের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ নিচ্ছে না। ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করলে কৃষকরা সরাসরি সরকারের কাছে ফসল বিক্রি করে লাভবান হতে পারবে। কিন্তু সরকার মধ্যসত্ত্বাভোগী, চাতাল মালিক, ফরিয়া-যারা কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত নয় তাদের স্বার্থ রক্ষা করে চলেছে।বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি বদিউজ্জামান বাদল`র সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মেহেরুল ইসলাম, কৃষক নেতা দয়া রাম রায়, আবুল কালাম আজাদ, ইকবাল হাসান সিদ্দিকী, সবিতা রানী রায়, ছাত্র নেতা ফিরোজ সরকার।এমএএস/আরআই