লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সুজনসহ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের কাছে বাধা দেয়ার দুই মামলায় মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম এ নির্দেশ দেন। এসময় ওই দুই মামলায় শারীরিক অসুস্থতার কারণে উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাসকে জামিন দেন আদালত। আসামিপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।ছাত্রদলের অন্য নেতারা হলেন- উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সম্রাট ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাসেল। আদালত সূত্র জানায়, আসামিরা ২০১৫ সালের ৫ জানুয়ারি রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবসের মিছিলে হামলা ও পুলিশের কাজে বাধা দেয়। এ ঘটনায় থানায় আলাদা দুটি মামলা হয়। মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আসামি করা হয়। চার আসামি পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। এতে তিনজনের জামিন নামঞ্জুর এবং একজনের জামিন আদেশ দেন আদালত।কাজল কায়েস/এআরএ/এমএস