দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুকে মোবাইল ফোনে হত্যা ও মরদেহ গুমের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় ইসমাইল মাহমুদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। (যার নং-৮০৩)এর আগে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত ১৭ সেপ্টেম্বর একই ব্যক্তি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদকে হত্যা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। ওই ঘটনায়ও থানায় জিডি করা হয়।জিডি সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের অজিউল্লার ছেলে ইসমাইল মাহমুদ ৫/৬ সন্ত্রাসী নিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। ছাত্রলীগ নেতা বাবলু তাকে অপকর্ম থেকে বিরত থাকতে বললে ইসমাইল ক্ষিপ্ত হয়।একপর্যায়ে গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ইসমাইলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে বাবলুকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় তাকে হত্যা ও মরদেহ গুম করার হুমকি দেয়া হয়। কাজী মামুনুর রশিদ বাবলু জানান, ইসমাইল ও তার লোকজন চন্দ্রগঞ্জ এলাকায় ইয়াবা মাদক ব্যবসা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসবের প্রতিবাদ করায় আমাকে হত্যা ও মরদেহ গুমের হুমকি দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ করবে।এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, ইসমাইলের বিরুদ্ধে আলাদা দুইটি জিডি করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। কাজল কায়েস/এআরএ/আরআইপি