বাগেরহাটের মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাসচাপায় শাহ নেওয়াজ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় টোল প্লাজার এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার বিকেলে বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লাহাট ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহনেওয়াজ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা। মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার ইজারাদার মো. হাফিজুর রহমান জানান, ঢাকাগামী রাফিন-শাফিন পরিবহনের একটি বাস টোল প্লাজার সামনে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ নেওয়াজ নিহত হন। এ সময় তার পাশে থাকা টোল প্লাজার এক কর্মচারী গুরুতর আহত হন। মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল আনাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওকত আলী বাবু/এএম/আরআইপি