চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ন ইউনিয়নের জহুরপুর নয়রশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর নয়রশিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে ওহেদুল ইসলাম (৪৫) ও ফটিকের ছেলে রাকিব উদ্দিন (২২)।নারায়রপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা ও স্থানীয়রা জানায়, পদ্মা নদীর সোনারদির চর এলাকায় মাছ ধরার সময় বিকেল ৩টার দিকে বজ্রপাত হলে নৌকার উপরে তারা মারা যান। আব্দুল্লাহ/এআরএ/আরআইপি