ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী গ্রামের নবগঙ্গা নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নদীতে ভাসমান অবস্থান মরদেহটি উদ্ধার করে পুলিশ। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নবগঙ্গা নদীতে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস