বঙ্গসোনাহাট স্থলবন্দরের জমি অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ ও বন্দরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং ঐতিহ্যবাহী চিলমারী বন্দরকে পুনরায় চালু করণের লক্ষ্যে শুক্রবার কুড়িগ্রাম যাচ্ছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রথমে ভূরুঙ্গামারী কলেজ মাঠে অবতরণ করার কথা রয়েছে নৌমন্ত্রীর। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সড়ক পথে বঙ্গসোনাহাট স্থল বন্দরে গিয়ে চার পরিবারের ছয়জনের মাঝে ৪০ লাখ ৯ হাজার ৪৩৪ টাকার চেক বিতরণ করবেন নৌমন্ত্রী। ক্ষতিপূরণ যারা পাবেন, মৃত খরিয়তুল্লাহ’র ছেলে আব্দুল হাই, আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মৃত খইমুদ্দিন শেখের ছেলে আব্দুল বাতেন, মৃত মনির উদ্দিনের ছেলে নফসার আলী, মৃত মসির আলীর ছেলে বয়তুল্লাহ শেখ। এরপর বন্দরের উন্নয়নমূলক কাজ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে যোগ দেবেন নৌমন্ত্রী।পরে ভূরুঙ্গামারী থেকে চিলমারীতে হেলিকপ্টার যোগে পৌঁছে চিলমারীর নৌ-বন্দর পরিদর্শন শেষে রমনা ঘাটে নৌ-বন্দরের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। পরিদর্শন শেষে চিলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে থানা হাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন নৌমন্ত্রী। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘খাদ্য বান্ধব কর্মসূচির’ উদ্বোধন অনুষ্ঠানের সমাবেশে চিলমারীর স্থায়ী অর্থনৈতিক উন্নয়নে চিলমারীর ঐতিহ্যবাহী নৌ-বন্দর পুনরায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। ইতোমধ্যে মন্ত্রীর সফর ঘিরে সব আয়োজন সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ ও প্রশাসন। নাজমুল হাসান/এএম/পিআর