গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্জয় চাকী (৩২) নামে এক যুবককে বাড়ির অদূরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা আরিফুর রহমান আরিফ (২৭) নামে এক যুবককে চাকুসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে।নিহত দুর্জয় গোবিন্দগঞ্জ পৌর এলাকার উজ্জল চাকীর ছেলে এবং আটক আরিফ গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারোকিটরী গ্রামের আজগর আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাত তিনটার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ার উজ্জল চাকীর ছেলে দুর্জয় চাকীকে কয়েকজন দুর্বৃত্ত তার বাসার সামনে ধারাল অস্ত্র দিয়ে উযুর্যপুরী আঘাত করে গুরুতর আহত করে। এসময় দুর্জয়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন চাকুসহ আরিফ নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, রাতে এক যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে দুর্জয়কে ছুরিকাঘাত করা হয়। অমিত দাশ/এফএ/এবিএস