দেশজুড়ে

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মধ্যবর্তী বা আগাম নির্বাচন নয়, ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন হবে।শুক্রবার বেলা সোয়া ১১টায় নোয়াখালীর সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক বিজন সেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নেয়া হচ্ছে। ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নবীন ও প্রবীনের সংমিশ্রনে আওয়ামী লীগের কমিটিকে নতুন মডেলে সময়ের উপযোগী দল হিসেবে গড়ে তোলা হবে।তিনি সাংবাদিক বিজন সেনের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করে বিগত সময়ের ন্যায় আগামীতেও পরিবারটিকে বিভিন্ন ভাবে সহযোগিতার আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউছুফ ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সহেল উপস্থিত ছিলেন।মিজানুর রহমান/এফএ/এবিএস