ঝালকাঠি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত আসামি পলায়নের ঘটনায় আরো এক কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কারারক্ষীর নাম হাবিলদার আবদুল খালেক।জেল সুপার বুলবুল আহম্মেদ জানান, আসামি পলায়নে সাহায্য করার অভিযোগে কারারক্ষী হাবিলদার আবদুল খালেককে রোববার পুলিশ গ্রেফতার করে। জেল কোডের বিধান অনুযায়ী গ্রেফতার হওয়ার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের দিন থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ঝালকাঠি জেলা কারাগার থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হাসান (৪০) কৌশলে পালিয়ে যায়। এঘটনায় এ নিয়ে এ পর্যন্ত জেলার শরিফুল ইসলামসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এমএএস/আরআই