সারাদেশে আন্দোলনের নামে নাশকতার প্রতিবাদে কিশোরগঞ্জের ব্যবসায়ীরা মানবন্ধন কর্মসূচি পালন করেছে।সোমবার দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে দুই ঘণ্টাব্যাপি স্থায়ী এ মানববন্ধনে শহরের বড়বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি তাজুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, অবরোধ ও হরতালের কারণে সারাদেশে ২৫ লাখ দোকান মালিক শ্রমিক ক্ষতির শিকার হচ্ছেন। তারা কোনো পণ্য পরিবহন করতে পারছেন না। এতে ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন বলে ব্যবসায়ীরা জানান। এমএএস/আরআই