শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাহেব আলী (৫০) নামে এক সিএনজি চালক নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার বিকেলে শেরপুর-জামালপুর সড়কের কুলুরচর বেঙ্গের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী সদর উপজেলার ডোবারচর পাখিমারী গ্রামের মৃত বাহেজ উদ্দিনের ছেলে। আহতদের নাম জানা যায়নি তবে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শেরপুর থানা পুলিশের ওসি মাজহারুল করিম জানান, শেরপুর থেকে জামালপুরগামী রড বোঝাই একটি ট্রাকের সাথে শেরপুরগামী যাত্রী বোঝাই একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর ৪ যাত্রী আহত হয়।তিনি বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক দুর্ঘটনার পর পরই পালিয়ে গেছে।এমএএস/আরআই