তৃণমূলে নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, নারীর ক্ষমতায়ন তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধার জন্য কাজ করছে সরকার। শনিবার মাগুরায় ঐতিহ্যবাহী পাঠশালা শিক্ষা প্রতিষ্ঠানের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।তিনি বলেন, নারীর ক্ষমতায়নে সরকার আন্তরিক। এ কাজে সফলতার জন্যে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা পুরস্কৃত হয়েছেন। যা বাংলাদেশের জন্যে গর্বের ও অহংকারের।প্রতিমন্ত্রী আরো বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার ইতোমধ্যে এসব জঙ্গি নামধারীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে।পাঠশালার অধ্যক্ষ হাসি কুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হুদা ও অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক শরীফ আমিরুল হাসান বুলু। অনুষ্ঠানে আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন পাঠশালার পরিচালক অধ্যাপক মিহির লাল কুরি। এর আগে পাঠশালার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের এক বর্ণাঢ্য র্যা লি শহর প্রদক্ষিণ করে। মো. আরাফাত হোসেন/এএম/এমএস