দেশজুড়ে

পাচারকালে দুই কিশোরী উদ্ধার : আটক ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারূহা গ্রামে দুই কিশোরীকে জোর করে নিয়ে যাওয়ার সময় তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় দিপ্তি রানী ও রোকসানা আক্তার নামে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। রোববার বিকেলে তাদের আটক করা হয়। উদ্ধার দিপ্তি রানী উপজেলার ঝাড়াবর্ষা গ্রামের ও রোকসানা আক্তার যাদুরতাইড় গ্রামের বাসিন্দা। আটকরা হলেন, হাসান আলী (২৫), রফিকুল ইসলাম (১৮) ও সিরাজুল ইসলাম (২৬)। আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর থানার শ্রীনগর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে, হাসান আলী সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের আব্দুল জলিলের ছেলে ও সিরাজুল ইসলাম ওসমানের পাড়া গ্রামের আছব আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, খামার ধনারূহা গ্রামে রোববার একটি বাঁশঝাড়ের পাশ থেকে দুই কিশোরীকে তিন যুবক টানাহেঁচড়া করে অটোভ্যানে উঠানোর সময় এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে ওই তিন যুবককে আটক করে সাঘাটা থানা পুলিশকে খবর দেয়। তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটকরা নারী পাচারকারী দলের সদস্য। দুই কিশোরীকে ফুসলিয়ে তারা পাচার করার উদ্দেশ্যে বের হয়েছে।  অমিত দাশ/এএম/পিআর