অর্থনীতি

বীমার প্রিমিয়াম আদায় অনলাইনে

এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বীমা ট্রাস্ট তহবিলের প্রিমিয়াম আদায় ও হিসাবায়ন অনলাইনে করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি সফটওয়্যার চালু করেছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে সফটওয়্যারটির উদ্বোধন করেন গভর্নর ড. আতিউর রহমান। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল কার্যক্রমে আরো এক ধাপ এগিয়ে গেলে। জানা গেছে, বাগচ্ছিত আমানতের সুরক্ষা বিধানকল্পে বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট গঠন করা হয়। “ব্যাংক আমানত বীমা আইন, ২০০০” অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকসমূহে বীমাযোগ্য আমানতের উপর নির্ধারিত প্রিমিয়াম গ্রহণ করে তার মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দেয়া হয়। এর মাধ্যমে কোন কারণে ব্যাংক অবলুপ্ত হলেও আমানতকারীদের আমানতের বিপরীতে নির্ধারিত অর্থ ফেরত প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে।বীমাযোগ্য প্রত্যেক আমানতের হিসাবায়নসহ প্রিমিয়াম নির্ধারণী বিবরণ এতদিন ম্যানুয়্যাল পদ্ধতিতে সংগ্রহ করা হতো। তবে কাজটি সময় স্বাপেক্ষ ছিল।অনুষ্ঠানে গভর্নর বলেন, আগামী ২০১৬ সালের মধ্যে দেশের ব্যাংকিং খাত ডিজিটাল হবে। আমরা সে লক্ষ্যে অনেক দূর চলে এসেছি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, নির্বাহী পরিচালক মোঃ আবদুল হকের সভাপতিত্বে এতে জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসএ/বিএ/আরএস/পিআর