দেশজুড়ে

কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা : আটক ৭

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় ৭৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। নিহত ইমান আলীর ভাই কামরুল হাসান বাদী হয়ে রোববার বিকেলে এ মামলা দায়ের করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ মামলা দায়ের করা হয়।  এদিকে মামলা দায়েরের পর হতাহতের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটা এড়াতে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯৭ জনের পাশাপাশি অজ্ঞাত আসামিও রয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।গতকাল শনিবার সকাল ৬টা থেকে দফায় দফায় ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান সমর্থক কেরামত আলী ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইমান আলী ঘটনাস্থলে এবং শাহাবুদ্দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আল-মামুন সাগর/এএম/পিআর