দেশজুড়ে

নরসিংদীতে অর্ধশতাধিক গাছ কেটে ফেললো প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে এক কৃষকের বাগানের অর্ধশতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। রোববার সকালে উপজেলার নৌকাঘাটা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা জানান, নৌকাঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম কয়েক বছর ধরে দুই একর জমিতে বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তোলেন। সম্প্রতি মুরগি পরিবহনের গাড়ি নিয়ে একই এলাকার মোমেন মিয়ার সঙ্গে তার বিরোধ হয়। এ নিয়ে শনিবার সকালে মোমেন তার পরিবারের ১৪-১৫ জন লোক নিয়ে শহিদুলের ফলের বাগানে অর্ধশতাধিক কাঁঠাল, লটকন, লেবু ও কাঠ গাছ কেটে ফেলে। খবর পেয়ে শহিদুলের পরিবারের লোকজন ছুটে আসলে মোমেনের লোকজন পালিয়ে যায়। এরই মধ্যে বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলে তারা। ক্ষতিগ্রস্তদের দাবি, কেটে ফেলা গাছের বয়স ২ থেকে ৫ বছর। এতে তাদের অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।সঞ্জিত সাহা/ এমএএস/পিআর