দেশজুড়ে

বেলকুচিতে জামায়াতের ১৭ নেতাকর্মী কারাগারে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেটর আব্দুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ২০১৩ সালে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেয়াকে কেন্দ্র করে বেলকুচি আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার ১৮ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ১৭ জনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি একজনের জামিন দেন। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন জানান, ওসব জামায়াত নেতাকর্মীদের নামে বেলকুচি আওয়ামী লীগের অফিস ভাঙচুর ছাড়াও পুলিশের কাজে বাধাদান ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাই আদালত তাদের কারাগারে পাঠান।  এএম/পিআর