লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার হাজিরহাট, তোরাবগঞ্জ ও চর ফলকন ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এসব ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ করানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা আনোয়ারুল হক ও হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন প্রমুখ।বক্তারা বলেন, কমলনগরের ৯টির মধ্যে তিন ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষা ও সচেতনতার মাধ্যমে বাকি ৬টি ইউনিয়নকে দ্রুত সময়ের মধ্যে বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব।কাজল কায়েস/এআরএ/পিআর