দেশজুড়ে

ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা

লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে শহরের মহিলা কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, ঘটনার সময় মোছাদ্দেক হোসেন বাবর মহিলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তির পর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসাদ আল নাহিয়ানের নেতৃত্বে আবারো ছাত্রলীগের ২০/৩০ জন নেতাকর্মী হামলা করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, বাবর ছাত্রলীগের নেতাকর্মীদের গালমন্দ করায় তারা ধাওয়া করেছে। তবে হাসপাতালে হামলার চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তিনি।লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, হাসপাতালে হামলার চেষ্টার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কাজল কায়েস/এসএস/পিআর