দেশজুড়ে

মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৭ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের মাদকপল্লী খ্যাত মাহমুদপুর ও রেলওয়ে কলোনীতে বিশেষ অভিযানে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেল ৩টায় শহরের মাহমুদপুর ও রেলওয়ে কলোনির ৮টি মাদক স্পটে এ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীমুর রহমান ভ্রাম্যমাণ ২৬ জনকে ৬ মাস ও ১ জনকে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক উপ-পরিদর্শক (এসআই) আজিম, রায়হান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রওশানুল খবির ও আনিছুর রহমান প্রমুখ।সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর দুলাল শেখের ছেলে সেলিম (৩০), বেল­াল শেখের ছেলে তাহের (৪০), তোরাব আলীর ছেলে সোহেল (২৫), সোনা উল­াহর ছেলে সাত্তার (৪০), মতি শেখের ছেলে জালাল (৩০), মাছুমপুর মহল­ার বুলু শেখের ছেলে সাকমান (৩২), মনসুর আলীর ছেলে জনি (২৮), রহিম উদ্দিনের ছেলে লাল চাঁদ (১৮), একডালা মহল্ল­ার মন্টু শেখের ছেলে টিটু (৪০), শাহ আলমের ছেলে শামীম (২৭) ও রায়পুর মহল­ার মানিক হোসেনের ছেলে আসলাম (৫০)।শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী মিন্নত আলীর ছেলে শফিকুল (৪০), জিন্নত আলীর ছেলে সুমন (৩০), হোসেনপুর মহল­ার পিতলের ছেলে ইদুল (৩০), টাঙ্গাইল জেলার কালিহাতির কুদ্দিনের ছেলে মান্নান শেখ (৪৫), ভূয়াপুর থানার মাঠিকাটা এলাকার জালাল উদ্দিনের ছেলে রাসেল (৩০), শহিদগঞ্জ মহল­ার জহুরুল হোসেনের ছেলে আমিনুল (৩২), মিরপুর মহল­ার জব্বার শেখের ছেলে মিঠু (৫০), আকবর হোসেনের ছেলে শাহাদৎ (৪০) ও খোকশাবাড়ী ইউনিয়ের তালেবের ছেলে আসলামসহ (৪০) মোট ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের মাদকপল্ল­ী হিসেবে খ্যাত মাহমুদপুর ও রেলওয়ে কলোনী মহল্ল­ায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৭ জনকে আটক করে পুলিশ। মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদকপল্ল­ীগুলোতে অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস