মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় জসিম মিয়া (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালারাবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইদাসী গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। সে স্থানীয় বাজারের একজন দোকানদার। স্থানীয়রা জানায়, জসিম মিয়া স্থানীয় বাজারে তার চায়ের দোকান বন্ধ করে রাত সাড়ে ৮টায় বাড়ি ফিরছিলেন। পথে কালারাবিল নামক এলাকায় কয়েকজন দুর্বত্ত তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী রাস্তায় ধারে জসিমকে পড়ে থাকতে দেখে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।কর্তব্যরত ডাক্তার আজিজুল হক বলেন, রাতে জসিমকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিএ/এমএস