দেশজুড়ে

বদলগাছীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ডিলার শাহিন হোসেনের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার হতদরিদ্র কার্ডধারী ৪৯৭ জনের মাঝে চাল দেওয়া শুরু হয়। কার্ডধারী প্রত্যেককে ২-৩ কেজি করে চাল ওজনে কম দেওয়া হয় বলে জানা যায়।অভিযোগ সূত্রে জানা যায়, কার্ডধারীদের মাঝে ওজনে চাল কম দেওয়া হলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ভূক্তভোগীদের ডিলার শাহিন হোসেন ও তার সহযোগী আফজাল ও সোহাগ উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। ডিলার শাহিন হোসেন প্রতি কার্ডধারীকে ২-৩ কেজি করে চাল ওজনে কম দিয়ে আত্মসাৎ করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভূক্তভোগীদের পক্ষ থেকে দুলাল, রাব্বী, রাসেল ও খোকাসহ ১৪ জন লিখিত অভিযোগ করেন। ইউনিয়নের রসুলপুর গ্রামের হতদরিদ্র কুদ্দুছ, কাজেম আলী, বেলী আরা ও আজিজসহ কয়েকজন জানান, প্রত্যেক কার্ডধারীকে ডিলার শাহিন হোসেন ২-৩ কেজি করে চাল ওজনে কম দিয়েছে। চাল ওজনে কম দেওয়ার কথা তাকে জানানো হলে উল্টো অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।এদিকে ডিলার শাহিন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, হতদরিদ্র প্রতি কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে যে চাল ওজন করে দিয়েছেন সে হয়তো চাল কম দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত বলেন, চাল ওজনে কম দেওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারজানা পপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে ডিলারশিপ বাতিল করা হবে এবং প্রয়োজনে ফৌজদারি আইনে মামলা করা হবে।আব্বাস আলী/এফএ/এমএস