দেশজুড়ে

সাইনবোর্ড টাঙিয়ে কৃষকের জমি দখলের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলার চড়দৌলত খান এলাকায় অমল বৈদ্য নামে এক কৃষকের বসতবাড়ির জমিতে সাইনবোর্ড টাঙিয়ে তা দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কৃষক নিরুপায় হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।এলাকা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, চড়দৌলত খান গ্রামের নবকান্ত বৈদ্যর ছেলে অমল বৈদ্য প্রায় ৬০ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বোনাই বৈদ্যর ছেলে অনিল বৈদ্য তার লোকজন দিয়ে হঠাৎ করে ওই  জমিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে তা দখলের পায়তারা চালিয়ে আসছেন। এতে করে অসহায় অমল বৈদ্যর পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। জমি দখলের চেষ্টার ঘটনায় অমল বৈদ্য বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।রাবেয়া বেগম, পরেশ বিশ্বাস, দুলুফা বেগম ও পেয়ারা বেগমসহ বেশ কয়েকজন স্থানীয় লোকজন বলেন, আমরা জন্মলগ্ন থেকে দেখে আসতেছি অমল তার পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ করে ওই জমিতে অনিল বৈদ্য একটি সাইনবোর্ড টাঙিয়ে নিজেকে জমির মালিক বলে দাবি করছেন।ভুক্তভোগী অমল বৈদ্য বলেন, অনিল জোরপূর্বক আমার বাড়ির জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের পায়তারা করছে।অভিযুক্ত অনিল বৈদ্যর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, এ বিষয় নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।নাসিরুল হক/এসএস/এমএস