মুন্সিগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া প্রাইভেটকার উদ্ধার করে নদীর তীরে রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।দুর্ঘটনায় একজন নিখোঁজ থাকলেও প্রাইভেটকারটি উদ্ধার করেই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছেন মুক্তারপুর নৌ-ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন। তবে নদীতে নৌ-পুলিশের ট্রলার দিয়ে দুর্ঘটনাকবলিত এলাকায় টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে দুর্ঘটনাকবলিত ওই মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু করে ঢাকা সদরঘাট নৌ- সার্ভিসের ডুবুরি দল ও নারায়ণগঞ্জ বিআইডব্লিওটির ডুবুরি দল।সকাল ৯টার দিকে সেতুর পিলারের কাছে নদীর মধ্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সন্ধান পায় তারা। তবে মাইক্রোবাসের ভিতরে কোনো মরদেহ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ডুবুরি দলের মো. মাসুদ।এদিকে দুর্ঘটনার সময় প্রাইভেটকারের চালকসহ অন্তত তিন জন নিখোঁজ ছিল বলে ধারণা করা হলেও ওই প্রাইভেটকারে প্রকৃত চালক মোহাম্মদ রুবেল জানিয়েছেন, দুর্ঘটনার সময় জালালউদ্দিন রুমি নামক (গাড়ির মালিক) একজন অদক্ষ চালক প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে নিয়ে পড়ে যায়। এসময় রুমি ছাড়া আর কেউ প্রাইভেটকারটিতে ছিল না বলেও জানান তিনি।শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশাররফ হোসেন জানান, মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে মাইক্রোবাসটি ধলেশ্বরী নদীতে পড়ে ডুবে যায়। ঘটনার পর রাত ২টার দিকে নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভীরে মাইক্রোবাসটির বাম্পার পাওয়া যায়।এআরএ/আরআইপি