দেশজুড়ে

বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একটি চারতলা নির্মণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিকের নাম মো. শ্যামল শেখ (২৩)। তিনি শহরের গনকপাড়া রাঢ়ীপাড়া এলাকার লতিফ শেখের ছেলে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. সাখাওয়াত হোসেন জানান, দেওভোগ এলাকার হাজী জহিরউদ্দিনের নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যায় শ্রমিক শ্যামল শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসএস/এমএস