অর্থনীতি

কর বন্ধের হুমকি ব্যবসায়ীদের

চলমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে কর দেওয়া বন্ধ কারার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফেডারেশন ভবনে এক মত বিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতারা এ হুমকি দেন। একই সঙ্গে তারা এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে উদ্যোগ নেওয়ার দাবি জানান। আগামী রোববারের অবস্থান কর্মসূচির জন্য কৌশল নির্ধারণ করতে এই মত বিনিময়ের আয়োজন করে এফবিসিসিআই।ব্যবসায়ী নেতারা জানান, রাজনৈতিক সংকটের কারনে তারা পথে বসে যাচ্ছে। এই সংকটের সমাধান না হলে তারা কর দেওয়া বন্ধ করবেন। এছাড়া  সরকারকে ব্যবসার নিরাপত্তার দাবি জানান তারা।সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, রোববারের অবস্থান কর্মসূচির পরও চলমান সংকটের সমাধান না হলে ব্যবসায়ীরা বসে থাকবে না। তারা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখার করার সময় চাইবেন। সংলাপের তাগিদ দিবেন, স্মারকলিপি দিবেন।কাজী আকরাম বলেন, আমাদের দল নেই। আমরা ব্যবসা করতে চাই। ব্যবসার নিরাপত্তা দিতে হবে। এর দায়িত্ব সরকারের। ব্যবসায়িরা ব্যবসা করতে না পারলে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করবে কিভাবে।এফবিসিসিআই প্রথম সহ সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, আমরা সংঘাত নয়, সমাধান চাই। হেলাল উদ্দিন আহমেদ বলেন, এভাবে চলতে দেওয়া যায় না।সভায় দোকান মালিক সমিতির সভাপতি এসএ সামাদ কিরণ বলেন, এভাবে শুধু পতাকা নিয়ে দাড়িয়ে থাকলে কিছু হবে না। আমরা প্রয়োজনে কর দেওয়া বন্ধ করে দিবো। ২৫ লাখ দোকান ব্যবসায়ী এফবিসিসিআই এর সঙ্গে থাকবে। আরেক ব্যবসায়ী বলেন, কর দেই। তবে আমাদের কথা কেন শুনবেন না। এফবিসিসিআই পরিচালক হারুণ অর রশিদ বলেন, আমাদের সুদ মওকুফ করে দিতে হবে। ব্যবসা করতে না পারলে সুদ দিবো কিভাবে।এসএ/এএইচ/পিআর