দেশজুড়ে

কুড়িগ্রাম অভিমুখী রোডমার্চ গাইবান্ধায় পৌঁছেছে

ব্রহ্মপুত্র নদের উজানে আন্তঃনদী সংযোগ খালের মাধ্যমে ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখে রোডমার্চ সোমবার গাইবান্ধায় পৌঁছেছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর উদ্যোগে রোববার ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু হয়। সোমবার বিকেল ৩টার দিকে রোডমার্চের গাড়ি বহর গাইবান্ধার পলাশবাড়ী পৌঁছে। গাড়ি থেকে নেমে আন্দোলনকারীরা পলাশবাড়ীতে মিছিল করে। পরে সেখানে দুপুরের খাবার খেয়ে গাইবান্ধা শহরের উদ্দেশ্যে যাত্রা করে। বিকেল ৫টায় গাইবান্ধা শহরের পৌর পার্কে অনুষ্ঠিত জনসভায় জেলা বাসদের আহ্বায়ক আহসানুল হাবীব সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বামমোর্চার কেন্দ্রীয় সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী, মানস নন্দি, ফখরুদ্দিন কবীর আতিক, সাইফুজ্জামান সাকন, ওবায়দুল্লাহ মুসা ও জেলা বসদের সদস্য সচিব মঞ্জরুল আলম মিঠু প্রমুখ।   এসময় বক্তারা বলেন, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে ব্রহ্মপুত্র নদ শুকিয়ে মারা যাবে এবং গোটা বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়বে। তাই তারা অবিলম্বে ওই প্রকল্প বাতিলের দাবি জানান। অমিত দাশ/এফএ/পিআর