সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের রায়পুরের গ্রামের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা সেলিমের বাবা ও মাকে বেঁধে মারধর করে। খবর পেয়ে রায়পুর থানার ওসি লোকমান হোসেন ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওই পুলিশ কর্মকর্তার ভাই মোক্তার হোসেনের মতে, রাত দেড়টার দিকে একদল ডাকাত অস্ত্র-শস্ত্র নিয়ে গেটের তালা কেটে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তার মা ও বাবা ভেতরে ছিলেন। ডাকাতরা তাদের অস্ত্রের মুখে বেঁধে মারধর করে। এ সময় তারা ৬-৭ ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে রায়পুর থানার এসআই নুরুল আমিন আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ব্যাপারে জানতে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের মোবাইল ফোনে কল করলেও তিনি ধরেননি। তবে কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কাজল কায়েস/এসএস/পিআর