দেশজুড়ে

মাদারীপুরে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

মাদারীপুরে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, ইজিবাইকসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক-ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে আন্তঃজেলা বাস-মিনিবাস সমিতির কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল হাসান নিটুল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।এ সময় তিনি বলেন, মহাসড়কে অবৈধ যান নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল করায় একদিকে বাস মালিক শ্রমিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে এসব অবৈধ যানবাহন চলাচলের ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। এই অবৈধ যানবাহন অনতি বিলম্বে মহাসড়কে চলচাল বন্ধ করা না হলে পরিবহন ধর্মঘটসহ আরো কঠোর আন্দোলনের  হুমকি দেন তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সংগঠনের সহ-সভাপতি ফাইজুল শরীফ, বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাবেক সহ-সাধারণ সম্পাদক মফিজ হাওলাদারসহ অন্যরা।মাদারীপুর সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব খোন্দকার খায়রুল হাসান নিটুল বলেন, ধর্মঘট চলাকালে এই জেলার উপর দিয়ে কোনো পরিবহন যাতায়াত করতে পারবে না। ধর্মঘট চলাকালীন সাধারণ মানুষের দুর্ভোগ হওয়ায় নেতারা দুঃখ প্রকাশ করেন।নাসিরুল হক/এসএস/এমএস