কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে মাঝ পদ্মায় হাজরা লৌহজং চ্যানেলে একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে আইটি যমুনা (ডাম্ব ফেরি) নামের একটি ফেরি তলদেশ ফেটে গেছে। ফলে ফেরিটি মাঝ পদ্মায় ১০টি ট্রাক ও ৪টি প্রাইভেট কার নিয়ে আটকা পড়ে আছে।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরির পানি নিষ্কাসনের কাজ চলছে।কাওড়াকান্দি বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ১০টি ট্রাক ও ৪টি প্রাইভেট কার নিয়ে আইটি যমুনা নামের ফেরিটি শিমুলিয়া ফেরি ঘাটের দিকে রওনা দেয়। মাঝ পদ্মায় হাজরা লৌহজং চ্যানেল মুখে গেলে একটি ড্রেজারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আইটি যমুনার তলদেশ ফেটে যায়। এ বিষয়ে বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফেরিটি এখন কোনোদিকেই যাত্রা করতে পারছে না। তাই মাঝ পদ্মায় নোঙর করে আছে।এ কে এম নাসিরুল হক/বিএ