দেশজুড়ে

নদীগর্ভে সড়ক : ভোগান্তিতে সাধারণ মানুষ

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও ব্রিজের পশ্চিম পাশের সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার বিকেলে রাস্তাটি নদীগর্ভে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভা শহর থেকে তুলাসার ইউনিয়ন, বিনোদপুর ইউনিয়ন, চন্দ্রপুর ইউনিয়ন, চিকন্দী ইউনিয়ন, ডোমসার ইউনিয়ন, চিতলিয়া ইউনিয়ন, শৌলপাড়া ইউনিয়ন, মাদারীপুর জেলার পাচঁ চর ও সিলারচর ইউনিয়নের সঙ্গে সহজে যাতায়াত করার জন্য ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর এ সড়কটি তৈরি করেন। শরীয়তপুর-মাদারীপুর জেলার ১০টি ইউনিয়নের ২ লাখ ৩০ হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। তাই রাস্তা নদীগর্ভে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের মানুষ। স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়কটির দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। মো. হুমায়ুন কবির রেজা, নেছার মোল্যা, শহিদুল ইসলাম মুন্সী, ছাদ্দাম হোসেন, রুবেল বেপারী, মানিক বেপারী, হিমেল হোসেন ও শাহজাহান সরদার বলেন, আমরা অনেক বছর যাবত এই সড়ক দিয়ে যাতায়াত করছি। সড়কটি ভেঙে যাওয়ায় ও পাড়ে যেতে পারছি না। সরকারের কাছে আমাদের দাবি অতিদ্রুত ভেঙে যাওয়া সড়কটি মেরামত করা হোক।সড়কটি পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী ও (এলজিইডি)’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন, তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু এবং তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ফকির। (এলজিইডি)’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, ডিসি স্যারকে নিয়ে আমরা ভাঙা সড়কটি পরিদর্শন করেছি। আপাতত দু`পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছি।  সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে সড়কটি মেরামতের ব্যবস্থা করবো।উল্লেখ্য, ভেঙে যাওয়া সড়কের পাশে আড়িগাঁও বাজার নামে একটি ব্রিজ রয়েছে। সড়কটি দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি।ছগির হোসেন/এসএস/আরআইপি