দেশজুড়ে

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক

বিদেশি অস্ত্র ও গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জেড এম সম্রাটকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে শহরের জিকে ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক জেডএম সম্রাট কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাহানাজ সুলতানা বনির ছেলে। শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম জানান, অস্ত্র বেচা-কেনা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জিকে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ জেএম সম্রাটকে আটক করি। তাকে আটকের পর জিকে ঘাট এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় তার সঙ্গীদের ধরতে। রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলে সেখানে।আল-মামুন সাগর/এসএস/আরআইপি