গাইবান্ধার সাদুল্যাপুরে শহীদ মিয়া (১১) নামে নিখোঁজ এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী (মংলাপাড়া) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি গ্রামের আজিজার রহমানের ছেলে।সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, সকালে ওই এলাকায় রাস্তার পাশে একটি মাঠে শহীদের গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠনোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরো জানান, বুধবার সকালের দিকে নিখোঁজ হয় শহীদ। এরপর অনেক খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। তাকে গলা কেটে খুন করা হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। অমিত দাশ/এসএস/আরআইপি