দেশজুড়ে

গৃহবধূকে শ্বাসরোধে হত্যাচেষ্টা

নারকেল পাড়ার অপরাধে শিল্পি বেগম (২৬) নামে এক গৃহবধূকে বেদম মারধর শেষে গলাটিপে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় শিল্পি বেগমকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার সকালে কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আলীনগর গ্রামের শহিদ সরদারের স্ত্রী শিল্পি বেগম বিরোধপূর্ণ জমির গাছ থেকে স্থানীয় এক যুবককে দিয়ে নারকেল পাড়েন। সেই নারকেল পাড়ার অপরাধে একই এলাকার প্রতিপক্ষ শরিফুল ও আশিফ নামে দুই যুবক মিলে শিল্পি বেগমকে বেদম মারধর করে গুরুতর অবস্থায় ফেলে রাখে। পরে আবার অজ্ঞান অবস্থায় তাকে গলাটিপে হত্যাচেষ্টা চালানো হয়। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে শিল্পি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মো. সোহাগ কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন।   এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, গৃহবধূকে হত্যাচেষ্টার ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।নাসিরুল হক/এসএস/আরআইপি