দেশজুড়ে

মাগুরায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে মাগুরায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সকল কাউন্টার কর্তৃপক্ষ। এর ফলে মাগুরা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে।মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান জাগো নিউজকে জানান, মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ পরিবহণ ধর্মঘটের খবর পেয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একইসঙ্গে সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখায় এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা। পুলিশ সুপারের নেতৃত্বে টার্মিনাল এলাকা থেকেও দালাল চক্রের অনেক সদস্যকে হটিয়ে দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের এ উদ্দোগে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে পুনরায় মাগুরায় ঘটতে না পারে সেদিকে স্থানীয় প্রশাসনকে অধিক তৎপর হওয়ারও আহ্বান জানান তিনি।উল্লেখ্য, দূরপাল্লার পরিবহন বাসে টিকিট বিহীন যাত্রী উঠানো ও টার্মিনাল এলাকা থেকে মাইক্রোবাস-প্রাইভেটকারে যাত্রী বহন বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সকল কাউন্টার কর্তৃপক্ষ।আরাফাত হোসেন/এফএ/পিআর