দেশজুড়ে

মুন্সীগঞ্জে অস্ত্রসহ একজন আটক

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার ভিটি-হোগল­কান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে মো. সুমন নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কালাম জানন, সুমনের কাছে আরো অস্ত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ চলছে। আটক সুমনের বিরুদ্ধে এলাকায় চাদাবাজীসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পক্রিয়া চলছে।এফএ/পিআর