দেশজুড়ে

লক্ষ্মীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে গণপিটুনিতে মো. আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি ডাকাতদলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে ডাকাতি করতে গেলে আবুল হোসেন গণপিটুনির শিকার হয়।নিহত আবুল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর এলাকার বাসিন্দা মৃত আবদুল হকের ছেলে।স্থানীয়রা জানায়, গভীর রাতে একদল ডাকাত চর কাদিরা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সিরাজের বাড়িতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। কমলনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, স্থানীয়দের গণপিটুনিতে আহত ডাকাত আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, মোট তিনজন চুরি করতে গেল আবুল হোসেন গণপিটুনির শিকার হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। তবে আবুল হোসেন চিহিৃত ডাকাত বলে শোনা যাচ্ছে। নোয়াখালীসহ আশে পাশের বিভিন্ন থানায় তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।এদিকে, নোয়াখালীর সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি কমলনগর থানা থেকে জানানো হয়েছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।Lynch mob kills robber in Lakshmipurকাজল কায়েস/এফএ/পিআর