চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের নূর আলমের মেয়ে ফারজানা আকতার সীমা (২২)। আহতরা হলেন- নিহত সীমার মা বিলুয়ারা বেগম ও ভাই কামরুজ্জামান। শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ২০১২ সালের ২৫ ডিসেম্বর চৈতন্যপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুমন আলীর সঙ্গে একই এলাকার নূর আলমের মেয়ে সীমার বিয়ে হয়। সংসারে বনিবনা না হওয়ায় ২০১৫ সালের ১৫ ডিসেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। সুমন মাঝে মধ্যে তার আড়াই বছরের সন্তান সিয়ামকে দেখতে যেত। এতে তার শাশুড়ি বিরক্ত বোধ করতো। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ছেলেকে দেখতে গেলে তার শাশুড়ি বিলুয়ারা সুমনকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ছুরি দিয়ে তার শাশুড়িকে কোপ দেয়। তার চিৎকার শুনে সীমা এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় সীমাকে রক্ষা করতে তার ভাই কামরুজ্জামান এগিয়ে এলে তাকেও ছুরি কাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে সীমা ঘটনাস্থলেই মারা যায় এবং আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে বিলুয়ারার অবস্থার অবনতি হলে রাতেই তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ রাতে সুমনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত সীমার ভাই কামরুজ্জামান বাদী হয়ে শনিবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।মোহা. আব্দুল্লাহ/এসএস/এবিএস