দেশজুড়ে

দেশকে মধ্যম আয়ে পরিণত করতে হলে কাজ করা প্রয়োজন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে, উচ্চ আয়ের দেশে পরিণত করার জন্য অনেক কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।রোববার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার বড় শিকারপুর এলাকার দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক ভ্রাতৃ-সম্মেলনে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাব্লিউ, দুর্গা মন্দিরের সভাপতি শ্যামল রায় প্রমুখ।ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/আরআইপি